অবশেষে মুক্তি পেল বিতর্কিত সিনেমা ‘কুচ কুচ লোচা হ্যায়’র ট্রেইলার



সম্প্রতি মুক্তি পেয়েছে আলোচিত এবং বিতর্কিত সিনেমা কুচ কুচ লোচা হ্যায় ট্রেইলারবলিউড অভিনেত্রী কানাডিয়ান এই পর্নস্টার সানি লিওনের কুচ কুচ লোচা হ্যায় ট্রেইলার এবার আবারও ঝড় তুলল ইউটিউবেশুরুর কয়েক ঘণ্টায় ইউটিউবে এক পেহেলি লীলার থেকে বেশী হিট হলকুচ কুচ লোচা হ্যায় আর এক দিন পার হতে না হতেই ইউটিউবের ২ লাখ ভিউয়ার্স ছাড়িয়েছে ট্রেইলারটি
কমেডি ধাঁচের ছবিটিতে দুষ্ট প্রকৃতির মধ্যবয়সী গুজরাটি ব্যবসায়ী প্রবীণ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুরলোকটা থাকে মালয়েশিয়ায়স্ত্রী আর এক সন্তানকে থাকতেও সুন্দরী রমণী শানায়ার প্রেমে পড়ে যান তিনিকিন্তু বাবা, মা, ভাইবোন মিলে একটি শ্বশুর বাড়ি খুজছেন শানায়া নামের মেয়েটি ট্রেইলারের পাশাপাশি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম পোস্টারছবিটিতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা ও নবদীপ ছাবরাছবিটি মুক্তি পাবে আগামী ৮ মে


সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

নিচে ট্রেলার দেখুন .........

Previous
Next Post »