বাড়ির সঙ্গে বউ ফ্রি। অনেকে মজা করে এমন কথা বলে থাকেন। তবে এবার মজা
নয়, বাস্তবেই ঘটতে যাচ্ছে এমন ঘটনা। ইন্দোনেশিয়ার ৪০ বছর বয়স্কা এক মহিলা এ
বিজ্ঞাপন দেওয়ার পর পরই এ নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি বিধবা ওই মহিলা অনলাইনে তার বাড়ি বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছেন। আর সেইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন আরও একটি বিষয়। যিনি বাড়িটি কিনবেন তাকে বিয়ে করতে হবে বাড়ির মালকিনকে। ক্রেতার শুধু টাকা থাকলেই চলবে না, তাকে হতে হবে সিঙ্গেল।
এহেন বিজ্ঞাপনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। উইনা লিয়া নামের ওই মহিলা একটি বিউটি সেলুনের মালকিন। বাড়িও তার নিজের। বাড়িতে রয়েছে দুটি শোবার ঘর, দুটি শৌচাগার, গাড়ি রাখার জায়গা আর একটি মাছ ধরার পুকুর। যেটির দাম ধার্য হয়েছে ৭৫ হাজার ডলার।
তবে বিধবা হলেও, উইনা লিয়া এখনও যথেষ্ট লাস্যময়ী। আর বিজ্ঞাপনের ব্যাপারে তার বক্তব্য, আমার বাড়ি কেনার জন্য যত না লোক আসছে, তার চেয়ে বেশি সাংবাদিকরা আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ইতোমধ্যে অনেকে বলতে শুরু করেছে, এ বিজ্ঞাপন অনেক ভাবনা-চিন্তার ফল।
কারণ, যিনি বাড়ি কিনবেন তিনি উইনা লিনার স্বামী হলে, উইনা একাধারে যেমন টাকা পাবেন, সেইসঙ্গে ওই বাড়িতে থাকতেও পারবেন। তবে উইনা বলছেন, বিজ্ঞাপন ঘিরে যেমন শোরগোল শুরু হয়েছে তেমনটা তিনি চাননি।
উইনার কথায়, আমি সিঙ্গেল। দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই। তাই বন্ধুস্থানীয় এক সম্পত্তি বিক্রয়কারী এজেন্টকে বলেছিলাম কোনো ব্যাচেলর বা স্ত্রী মারা গিয়েছেন এমন পুরুষ যিনি বাড়ি কিনতে চান আবার বিয়ের কথাও ভাবছেন, তেমন কেউ হলে ভাল হয়। বিষয়টি যে এ পর্যায়ে চাউর হবে বুঝিনি!
সম্প্রতি বিধবা ওই মহিলা অনলাইনে তার বাড়ি বিক্রির একটি বিজ্ঞাপন দিয়েছেন। আর সেইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন আরও একটি বিষয়। যিনি বাড়িটি কিনবেন তাকে বিয়ে করতে হবে বাড়ির মালকিনকে। ক্রেতার শুধু টাকা থাকলেই চলবে না, তাকে হতে হবে সিঙ্গেল।
এহেন বিজ্ঞাপনে রীতিমতো শোরগোল পড়ে গেছে। উইনা লিয়া নামের ওই মহিলা একটি বিউটি সেলুনের মালকিন। বাড়িও তার নিজের। বাড়িতে রয়েছে দুটি শোবার ঘর, দুটি শৌচাগার, গাড়ি রাখার জায়গা আর একটি মাছ ধরার পুকুর। যেটির দাম ধার্য হয়েছে ৭৫ হাজার ডলার।
তবে বিধবা হলেও, উইনা লিয়া এখনও যথেষ্ট লাস্যময়ী। আর বিজ্ঞাপনের ব্যাপারে তার বক্তব্য, আমার বাড়ি কেনার জন্য যত না লোক আসছে, তার চেয়ে বেশি সাংবাদিকরা আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ইতোমধ্যে অনেকে বলতে শুরু করেছে, এ বিজ্ঞাপন অনেক ভাবনা-চিন্তার ফল।
কারণ, যিনি বাড়ি কিনবেন তিনি উইনা লিনার স্বামী হলে, উইনা একাধারে যেমন টাকা পাবেন, সেইসঙ্গে ওই বাড়িতে থাকতেও পারবেন। তবে উইনা বলছেন, বিজ্ঞাপন ঘিরে যেমন শোরগোল শুরু হয়েছে তেমনটা তিনি চাননি।
উইনার কথায়, আমি সিঙ্গেল। দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই। তাই বন্ধুস্থানীয় এক সম্পত্তি বিক্রয়কারী এজেন্টকে বলেছিলাম কোনো ব্যাচেলর বা স্ত্রী মারা গিয়েছেন এমন পুরুষ যিনি বাড়ি কিনতে চান আবার বিয়ের কথাও ভাবছেন, তেমন কেউ হলে ভাল হয়। বিষয়টি যে এ পর্যায়ে চাউর হবে বুঝিনি!
Sign up here with your email