গ্যাস্টিক থেকে মুক্তির উপায়



গ্যাস্ট্রিক বা অম্বল রোগ হয় না এমন মানুষ খুব কমই আছেএই রোগে রাতে ঘুমানোর সময় কিংবা দুপুরে খাওয়ার পর বুক জ্বালা পোড়া করেঅনেক ডাক্তারের দেয়া ওষুধ খেয়েও হয়তো গ্যাস্ট্রিক থেকে নিস্তার মেলে নিঅথচ অল্প কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই গ্যাস্ট্রিককে দূরে রাখা যায়
১)প্রতিবেলায় যেটুকু খাবার খাচ্ছেন আজ থেকেই তা অর্ধেকে নামিয়ে আনুনভয় পাওয়ার কোনো কারণ নেইআপনাকে খাওয়া কমিয়ে দিতে বলছি নাশুধু প্রতিবেলার খাবার একবারে না খেয়ে দুইবারে খানএভাবে তিনবেলার খাবার ছয়বারেএতে হজমে সুবিধা হবে


২) খাওয়া কখনোই তাড়াহুড়ো করে নয়ধীরে সুস্থে সময় নিয়ে চিবিয়ে খানপ্রতি লোকমা ভাত বা রুটি ভালো করে চিবোনখাওয়ার পর পর শুয়ে পড়া উচিত নয়বরং একটু হাঁটাচলা করুনপেটের খাবার তাড়াতাড়ি হজম হবে

৩)দিনে নিয়ম করে কমপক্ষে দুই লিটার পানি পান করুনপানি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়

৪)খাওয়ার আগেই প্যান্ট বা লুঙ্গির গিঁট ঢিলা করে নিনশক্ত বাঁধন টক ঢেকুরের কারণ হতে পারে

৫)গ্যাস্ট্রিক কমাতে হাঁটাচলা এবং ব্যায়ামের কোনো বিকল্প নেইতাই নিয়ম করে হাঁটাচলা করুনসবচেয়ে ভালো হয় যদি তিনবেলা খাওয়ার পর একটু হাঁটতে পারেন রাতে ঘুমানোর তিনঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন

৬)প্রতিদিনের মেন্যুতে আঁশযুক্ত খাবার যোগ করুনআঁশযুক্ত খাবার খুব দ্রুত হজম হয়লাল আটার রুটি, লাল চালের ভাত, যেকোন ধরণের ডাল প্রধান আঁশযুক্ত খাবার


}গ্যাস্ট্রিকের প্রধান শত্রু ধূমপানসিগারেটের নিকোটিন খাবার হজমে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেতাই সবার আগে ধূমপান ত্যাগ করুন

৮)অনেক সময় মানসিক চাপ থেকেও বুক জ্বলা শুরু হতে পারেতাই নিশ্চিন্তে থাকার চেষ্টা করুনপর্যাপ্ত বিশ্রাম নিনমানসিক প্রশান্তি এই রোগ থেকে মুক্তি দিতে পারে আপনাকে
Previous
Next Post »