বাংলাদেশে Internet.org এর (ফ্রী নেট) যাত্রা শুরু হল



অনেক জল্পনা-কল্পনা ও জটিলতার বৃত্ত পেরিয়ে আলোর মুখ দেখছে বাংলাদেশে বিনামূল্যের ইন্টারনেট চালুর উদ্যোগ ইন্টারনেট ডট অর্গআজ (১০ই মে) থেকে ফেসবুকের এই প্রকল্পটির মাধ্যমে এ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশযদিও এর আগে উদ্বোধনের ঘোষণা দিয়েও শেষ মূহুর্তে বিফলে গিয়েছিল সব উদ্যোগকিন্তু এবার নিশ্চিতভাবেই দেশে প্রকল্পটির যাত্রা শুরু হচ্ছে
আজ (১০ই মে)  রোববার সকাল ১১টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক আনুষ্ঠানিক আয়োজনে দেশে ইন্টারনেট ডটঅর্গের উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বাংলাদেশে এ প্রকল্পের যাত্রার শুরুতে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, আবহাওয়া, সংবাদ, সরকারি সেবা সাইট, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গুরুত্বপূর্ণ ২৯টি ওয়েবসাইট বিনামূল্যে পাওয়া যাবেতবে পর্যায়ক্রমে সরকারের সব সেবা সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে
অর্গ অ্যাপ ও কম্পিউটারে কোন ডাটা খরচ ছাড়াই বিনামূল্যে এসব ওয়েবসাইট ও কনটেন্টের বিস্তারিত পাওয়া যাবেবাংলাদেশে ফেইসবুকের এই প্রকল্পটিতে প্রথম মোবাইল অপারেটর হিসেবে যুক্ত হয়েছে রবিখুব শিগগিরই সবগুলো অপারেটরকেই এতে যুক্ত করার প্রক্রিয়া চলছে
বিনামূল্যের ইন্টারনেটে যুক্ত হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে


১. ফেসবুক
২. ইএসপিএন ক্রিকইনফো
৩. প্রথম আলো
৪. বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম
৫. তথ্যপ্রযুক্তি বিভাগ
৬. সন্ধান
৭. সোশ্যাল ব্লাড
৮. প্রধানমন্ত্রীর কার্যালয়
৯. ম্যাসেঞ্জার
১০. মায়া
১১.  হেলথপিরিওর
১২. শিক্ষকডটকম
১৩. ক্যাবিনেট ডিভিশন
১৪. বিডিজবস
১৫. বিক্রয় ডটকম
১৬. বিং
১৭. উইকিপিডিয়া
১৮. অ্যাকুওয়েদার
১৯. আমার দেশ বুটিক
২০. আস্ক
২১. বেবি সেন্টার অ্যান্ড মামা
২২. ক্রিটিক্যাল লিংক
২৩. ফ্যাক্টস ফর লাইফ
২৪. ওয়াটপ্যাড
২৫. ইওরমানি
২৬. গার্ল ইফেক্ট
২৭. কৃষি মন্ত্রণালয়
২৮. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৯. মাইনেট

এটার জন্য আপনাকে ডাউনলোড করা ফাইল টি winRAR দিয়ে unpack করতে হবে winRAR না থাকলে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে

অ্যাপটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন


ফেসবুকে আমাদের পেজ গুল একটু ঘুরে আসুন 
Previous
Next Post »