গ্যাস্টিক সমস্যা ও তার প্রতিকার

গ্যাস্টিক সমস্যা;
পরামর্শ দিয়েছেন,
ডাক্তার : লাভলী আক্তার লিনা
এমবিবিএস [ MBBS ]
মেডিসিন স্পেশালিস্ট।
--------------- --------
গ্যাস্টিক খুব কমন সমস্যা আমাদের
জীবনে। গ্যাস্টিক নেই এই রকম
মানুষ খুজে পাওয়া কঠিন॥
চিকিৎসা বিজ্ঞানের ভাষায়
একে বলা হয় পেপটিক আলসার
বা গ্যাস্টিক আলসার॥
হেলিকোব্যাকটার পাইলোরি নামক
ব্যাকটেরিয়ার প্রভাবে এই রোগ হয়।
যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের
মধ্যে এ রোগের প্রবণতা বেশি।
পেপটিক আলসারের মধ্যে বুক
জ্বালা, অরুচি, বমি বমি ভাব,
ক্ষুধামন্দা, কিংবা হঠাৎ রক্ত
বমি অথবা পেটে প্রচণ্ড
ব্যথা অনুভব হতে পারে।
পেপটিক আলসার বা গ্যাস্টিক
আলসার হলে, সাধারণত যা হয় -
* রক্ত বমি হতে পারে;
* কালো পায়খানা হতে পারে;
* রক্তশূন্যতা হতে পারে;
* পেটের উপরি ভাগে ব্যথা হওয়া;
* খাবার খাওয়ার ঠিক পরপর
ব্যথা বেড়ে যাওয়া;
* খালি পেটে ব্যথা বেড়ে যাওয়া;
(ডিওডেনাল আলসার)
* গলায় জ্বালাপোড়া হওয়া:
* বুক জ্বালাপোড়া;
* ঘনঘন ঢেকুর ওঠা, বদ হজম হওয়া;
:
সাধারণ গ্যাস্টিকের জন্য প্রাকৃতিক
ঔষধ-
* সকাল রাত্রে খাবার পর এক চামচ
আদার রস খান।
* প্রতিদিন পুদিনা পাতার রস
বা পাতা চিবিয়ে খেলে এসিডিটি ও
বদহজম থেকে দূরে থাকতে পারবেন।
* তেঁতুল পাতা বাটা এক গ্লাস দুধের
সাথে মিশিয়ে প্রতিদিন পান করুন।
গ্যাস্টিকের সমস্যা দূর
হয়ে যাবে সহজেই।
* আখের গুড়
এবং জিরা গুড়া একগ্লাস
পানিতে মিশিয়ে প্রতিবার খাবারের
সময় পান করুন। এতে অনেকটাই
সমাধান পাবেন আপনি।
* তুলসী পাতার রস চা বানিয়ে খান,
এগুলো হজম ক্ষমতা বাড়ায়
এবং গ্যাস্টিকের সমস্যা সমাধান
করে।
* খালিপেটে ১-২ চামচ মধু
সকালে খেলে উপকার পাওয়া যাবে।
:
গ্যাস্টিক সমস্যার মেডিসিন
ট্রিটমেন্ট -
(১) যাদের অল্প বিস্তর গ্যাসের
সমস্যা তারা সময় মতো খাবার
খাবেন। খাওয়ার
আধাঘন্টা পুর্বে tab Losectil
20mg সকালে এবং রাত্রে।
(২) বেশী সমস্যা হলে (প্রাপ্ত
বয়স্ক ) pantonix 40 mg
সকালে দুইটা রাত্রে দুইটা খাবার
আধাঘন্ট পুর্বে - ৭ দিন। ৭ দিন
পর থেকে একটা করে খাবেন।
Tab omidon, (1+1+1)
খাবার আধা ঘন্টা আগে। Algicid
(1+1+1) খাবার আধাঘন্টা পর
চিবিয়ে খাবেন।
:
ঔষধ খেয়ে কোনো উপকার
না পেলে এন্ডোসকপি করে দেখতে হবে কি সমস্যা?
Previous
Next Post »