এবার আসছে সোহোমের আমানুষ ২



পরিচালক রাজীবের কথায় সিক্যুয়াল নয়, পুরনো খামে একেবারে নতুন চিঠির মতোই তরতাজা আমেজ আছে এই গল্পেটিতেযা ছবির ট্রেলার দেখলেই বুঝতে পারবেন আপনারা অমানুষ’-এর পর তৈরি রাজীবের নতুন ডার্ক থ্রিলার অমানুষ-টু
তবে আগের মতো এই ছবিতে রয়েছেন সোহমকিন্তু অমানুষ’-এ নজরকাড়া পারফরম্যান্স থাকলেও বাদ পড়েছেন শ্রাবন্তীপরিচালকের দাবী এই ছবি অমানুষের সিক্যুয়াল নয়তাই শ্রাবন্তী থাকবে এমন প্রত্যাশা যুক্তিযুক্ত নয় ছবিটিতে বেশ কয়েকটি লুকে ক্যামেরায় বন্দি হয়েছেন এই নায়ক সোহমএকই মুখের আড়ালে রয়েছে দুতিনটে মানুষযে জীবন সংগ্রামের লড়ায়ের পথে চলতে চলতে মানুষ থেকে অমনুষ হয়ে ওঠেতাই ছবিটিকে সহজ সরল লাভস্টোরি বলা যাবে না
ছবিতে সোহম ছাড়াও গুরুত্বপূর্ন চরিত্র রয়েছেন পায়েল সরকার, রাজেশ সরকার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়

ভিডিও টি দেখুন 

Previous
Next Post »