নিখোঁজের ৪দিন পর নড়াইলের কালিয়ার একটি বিল থেকে সৌরভ নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের শরিফুল মোল্যার ছেলে সৌরভ মোল্যা (১৪) গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুজি করেও তার খোঁজ না পাওয়ায় সৌরভের পিতা শুক্রবার (৩ এপ্রিল) রাতে নড়াগাতী থানায় জিডি দায়ের করেন। শনিবার দুুপুরে বিলের ডোবায় মৃতদেহটি স্থানীয় লোকজন ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সৌরভ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারের অস্বচ্ছলতার কারনে পড়াশোনার পাশাপাশি সে ইজিবাইক চালাতো। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইন জানান, মৃতদেহটি উদ্ধার করে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Sign up here with your email