চিকেন পক্স বা জ্বল বসন্ত হলে কি করবেন



জলবসন্ত যা আমাদের কাছে সাধারণত চিকেন পক্স নামেই বেশি পরিচিতএই রোগ ছড়ায় ভ্যারিসেলা জোস্টার নামক জীবাণুর মাধ্যমেছোঁয়াচে এই রোগ সাধারণত শিশুদের মধ্যেই বেশি দেখা যায়তবে প্রাপ্ত বয়স্করাও এই রোগে আক্রান্ত হতে পারেপ্রাপ্ত বয়স্ক যারা এই রোগে আক্রান্ত হন তাদের কষ্টটাই সবচেয়ে বেশিজ্বর, মাথা ব্যাথ, সারা শরীরে র‍্যাশ এসব তো আছেই, সেই সাথে থেকে যায় দীর্ঘদিন চেহারায় এই রোগের রেখে যাওয়া দাগ বহন করার ভয়টাও
কিভাবে বুঝবেন আপনার চিকেন পক্স হয়েছে?
যেহেতু এটি ছোঁয়াচে রোগ এবং বায়ুবাহিত কাজেই আক্রান্ত ব্যাক্তির হাঁচি-কাশি, শারীরিক সংস্পর্শ, বা একই রুমে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করলে সহজেই আপনি এর দ্বারা আক্রান্ত হতে পারেনপ্রাথমিক অবস্থায় আপনার পিঠ এবং ঘাড়ের দিকটায় ব্যাথা করবেজ্বর জ্বর ভাব, রাতে হালকা জ্বর আসতে পারেএর পর শরীরে একটা দুটো ফুসকুড়ি দেখা দিবে যা প্রথমদিকে ব্রণের মত দেখায়এর পর ধীরে ধীরে সারা শরীরে এই ফুসকুড়ি ছড়িয়ে পড়েজ্বর থাকবে, সাথে মাথা ব্যাথা এবং শরীরে অস্বস্তিকর ভাবএই ফুস্কুরিগুলো ১-২ দিনেই পেকে যায়অনেকটা পানি ভর্তি থলের মত, পরে ফেটে গিয়ে এর উপর কালো আবরণ জমে যায়
বুঝতে পারার পর কি করবেন?
খুবই ভাল হয় যদি একদম প্রাথমিক অবস্থায় বুঝে নিতে পারেন রোগের লক্ষণসাথে সাথে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের সাথে যোগাযোগ করবেনআপনার সন্দেহের কথা চিকিৎসককে খুলে বলবেনএবং চিকিৎসকের দেয়া প্রত্যেকটি ওষুধ এবং মলম নিয়মিত ব্যবহার করবেনআপাতত এমন কোন ওষুধ নেই যা ব্যবহার করলে ২-১ দিনেই সুস্থ হয়ে যেতে পারবেনআপনাকে কিছুটা কষ্ট সহ্য করতেই হবেতবে সুখের কথা হচ্ছে যে একবার চিকেন পক্স বা জলবসন্তে আক্রান্ত হয়, পরবর্তীতে তার আর এই রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে না বললেই চলে
কি কি খাবেন এই রোগে আক্রান্তকালীন সময়ে?
সাধারণ খাবার, যা আপনি নিয়মিত খানতবে গরুর মাংস, চিংড়ি, ইলিশ ইত্যাদি, এবং তৈলাক্ত খাবার বর্জন করুনশাকসবজি, পাকা ফল বেশি করে খাবেনআর পানি প্রচুর পরিমাণেযতটা সম্ভব তরল খাবার খেতে চেষ্টা করুন ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতেআর অনেক সময় মুখের ভেতরের তালুতে এমনকি গলার ভেতরের দিকেও ফুসকুড়ি দেখা দিতে পারেতখন সাধারণ খাবার খাওয়া কঠিন হয়ে দাঁড়ায়স্যুপ বা এজাতীয় খাবার তখন খুবই উপকারী
অন্যান্য সতর্কতাঃ
এই ফুসকুড়িগুলো কোন অবস্থাতেই নখ দিয়ে চুলকাবেন নারোগ সনাক্তের প্রথম দিকেই হাত পায়ের নখ কেটে ফেলুন ছোট করেসম্ভব হলে চুল ফেলে দিন মাথার ঠাণ্ডা স্থানে থাকতে চেষ্টা করবেন যতটা সম্ভবরোদে যাওয়া যাবে না কোনভাবেইচুলকানি অসহ্য হলে একটি পাতা সহ নিমের ডাল রাখতে পারেন, যা হালকা করে বুলিয়ে নেয়া যাবে আক্রান্ত স্থানেনিমের ঔষধি গুন এই ক্ষেত্রে সাহায্য করেগ্রাম্য কিছু কুসংস্কার আছে যেমন, কাঁচা দুধ খাওয়া, বিভিন্ন লতা গুল্মের নির্যাস আক্রান্ত স্থানে লাগানো, সোনা রুপা ভেজানো পানি ইত্যাদি ইত্যাদি পরিহার করুনডাক্তারের দেয়া ওষুধেই আপনি সুস্থ হবেন
দাগ কিভাবে দূর করবেন?
চিকেন পক্সের দাগ চেহারায় আজীবন বয়ে বেড়াবার কোন মানেই হয় না যখন আপনার হাতের কাছেই এর সমাধান আছেপ্রতিদিন গাজর খাবেনমধু লাগাতে পারেন আক্রান্ত স্থানে দিনে ৩-৪ বারডাবের পানিও এই ক্ষেত্রে সহায়কডাবের পানিতে দিনে দুবার করে মুখ ধুয়ে ফেলুনঅথবা ডাবের পানিকে ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে দাগে লাগাতে পারেনএতে আপনার টাকা এবং শ্রম বাঁচবেচন্দন বেটে মুখে লাগালেও এর দাগ দূর হয়। মুখের দাগ দূর করার জন্য মাখন লাগাতে পারেন। আর এতেও যদি দাগ না যায় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম বা মলম ব্যবহার করলেই ফল পাবেন
Previous
Next Post »