ফের পুরোদমে শুটিংয়ের কাজে নেমে পড়লেন সলমন 'দাবাং' খান। আগামী ঈদে মুক্তি পাবে তাঁর 'বজরঙ্গী ভাইজান'
সিনেমাটি। যা নিয়ে ইতিমধ্যেই
তুমুল উৎসাহ ছড়িয়েছে সালমান প্রেমীদের মধ্যে। সেই ছবিরই শুটিংয়ের বাকী কাজ শেষ করতে ভূস্বর্গ কাশ্মীরে পৌঁছে গিয়েছেন সল্লুভাই। হিট অ্যান্ড রান
মামলায় নিম্ন আদালতের রায়ে পাঁচ বছরের সাজা পেয়েছেন তিনি। যারপর মুম্বই
হাইকোর্টে জামিনের আবেদন করে সাজা ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যে জামিন পেয়ে
মুক্ত তিনি। আপাতত তাঁর সাজা স্থগিত রাখা হয়েছে এবং জামিন পেয়েছেন তিনি যা
নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের মানুষ। তবে এসব কিছুতেই
টলেননি সলমন। তাঁর নামে প্রায় ২৫০ কোটি টাকা লগ্নি করে বসে রয়েছে
বলিউড। সেই টাকা তুলে
দেওয়াটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। ADVERTISEMENT ৪০ দিনের শুটিং শিডিউল নিয়ে কাশ্মীর
গিয়েছিলেন সলমন। আদালতের ডাকে মাঝপথেই ফিরতে হয় তাঁকে। প্রায় ৩০০ জনের শুটিং ইউনিট যদিও কাশ্মীর
ছাড়েনি। 'বজরঙ্গী ভাইজান'-এর শুটিং চলছিল সেখানে। সলমনের কিছু দৃশ্য বাকী ছিল যা শেষ করতে ফের সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। এবার টানা পাঁচদিন থেকে তা শেষ করবেন বলে টুইট করে জানিয়েছেন সিনেমার নির্দেশক কবীর খান। এই ছবিতে সলমনের
বিপরীতে অভিনয় করছেন নবাব পত্নী করিনা কাপুর। এর আগে 'বডিগার্ড',
'কিউ কি', 'ম্যায় অউর মিসেস
খান্না' ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। 'এক থা টাইগার'-এর পর কবীর খানের
নির্দেশনায় এই নিয়ে দ্বিতীয় ছবিতে অভিনয় করছেন সলমন। এর শুটিং শেষ হলে
তিনি সুরজ বরজাতিয়ার 'প্রেম রতন ধন পায়ো'-র শুটিং শেষ করবেন।
সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে, ট্রেলার টি দেখে নিন এখান থেকে ।
Sign up here with your email