ঠোঁট কালো হওয়ার কারণ এবং তার প্রতিকার



আমাদের ঠোঁটের রং বিভিন্ন কারণে কালো হয়ে থাকে বয়স বাড়ার সাথে সাথে তার অনেক পরিবর্তন হয়আমাদের জীবন যাপন এর পদ্ধতি, এছাড়া ধূমপান,বিভিন্ন খাদ্যর বাজে অভ্যাস ওষুধ এর প্রতিক্রিয়া এমন অনেক কারনেই হতে পারে ঠোঁট কালোযেখানে আমরা চাই গোলাপী একজোড়া ঠোঁট সেখানে কেন আমাদের ঠোঁট কালো হয়ে যায় ? এর থেকে কি পরিত্রানের কোনো উপায় নাই ? আসুন জেনে নেই ঠোট কালো হবার কারণ এবং এর সমাধান
ঠোঁট কালো হবার কারণ:
 ১.ধুমপান কে না বলুনঃ সিগারেটে আছে নিকোটিন যা ঠোঁটের  রং কে কালো করে ফেলেসুতরাং সিগারেট খাওয়া বাদ দিতে হবে
২.অতিরিক্ত চা ,কফি পান থেকে বিরত থাকুনঃ কফিতে  ক্যাফেইন নামক এক প্রকার  উপাদান আছে যা মাত্রাতিরিক্ত গ্রহণ করলে ঠোঁট কালো হয় এবং দাঁতের সম্যসা দেখা দেয়
৩.রোদে বের হলে অবস্যই ছাতা ব্যবহার করুনঃ সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি আমাদের চামড়ার রং করে ফেলে কালো ,সাথে সাথে আমাদের ঠোঁট ও কালো হয়এ সম্যসার জন্য রোদে বের হলে সান্স ক্রিম ব্যবহার করুন নাহলে ছাতা ব্যবহার করুন
৪.পুরনো লিপ স্টিক ব্যবহার পরিতাগ করুনঃ লিপস্টিকের ডেট পার হয়ে গেলে সেটা ব্যবহার না করাই ঠিক কাজআবার অতিরিক্ত লিপস্টিক ব্যবহার ও ভালো নাএ জন্য অতিরিক্ত লিপস্টিক ব্যবহারেও সাবধানমেকাপ উঠানোর জন্য অলিভ তেল অথবা ভালো মেকাপ রিমুভার ব্যবহার করুন
৫.ক্লোরিনযুক্ত পানি পান শরীরের জন্য খুবই ক্ষতিকর , ঠোঁট কালো হওয়ার এটাও অন্যতম একটা কারণ
৬.অনেকের স্বভাব আছে ঠোঁট কামড়ানো আর বার বার জিভ দিয়ে ঠোঁট ভিজানোএতে করে ঠোঁট শুকায় যাবে,ফেটে যাবে,এরকম চলতে থাকলে ঠোঁটে ক্ষত হবে আর দেখতে কালো ও হয়ে যাবে
৭.কারো ক্ষেত্রে জন্ম থেকে ঠোঁট কালো থাকে এ ক্ষেত্রে কিছু করার নাই এক মাত্র প্লাস্টিক সার্জারী করা যেতে পারে
প্রতিকার:
১.পাকা টমেটো ঠোঁটে ঘষলে কালচে ভাব দূর হয়
২. ভিটামিন বিযুক্ত খাবার খেলে ঠোঁটের উজ্জলতা বাড়ে
৩.রাতে ঘুমানোর আগে আমন্ড তেল ব্যবহার করুন
৪.গোলাপের পাপড়ি বেঁটে গ্লিসারিনের সাথে মিশিয়ে ১০/১৫ মিনিট রেখে দিন
৫.পানি হলো আমাদের জীবনের সবচাইতে মূল্যবান উপাদানসঠিক পরিমানের দৈনিক পানি পান করার অভ্যাস আমাদের অনেক অসুখ দূর করে দেয়তাই নিয়মিত পানি পান করুনরোদে বের হলে হালকা করে সান্স ক্রিম ব্যবহার করুন ঠোঁটে
৬. ঘুমানোর আগে কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫/২০ মিনিট এর পরে ধুয়ে ফেলুন এবং ভেসলিন লাগিয়ে রাখুন সারা রাতএটি একদিন পর পর এইভাবে করতে থাকুন ,কিছু দিন পরই ঠোঁটে পরিবর্তন দেখতে পারবেন
৭.আঙ্গুরের রস লাগাতে পারেন এটি ঠোঁটের কালো ভাব দূর করতে অনেক সাহায্য করে
৮.দাঁত সাদা পেস্ট (fluoride)  দিয়ে ব্রাশ করুন
৯.একটি বাজে অভ্যাস অবশ্যই ছাড়তে হবে সেটা হলো জিভ দিয়ে ঠোঁট ভিজানো, এভাবে বার বার করতে থাকলে ঠোঁটের আদ্রতা নষ্ট হয়ে যাবে এবং এতে ঠোঁট ফাটা ভালো হবে না বরং দিন দিন ঠোঁট আরও কালো হয়ে যাবে
১০. বাদাম তেল অথবা .বাদাম তেল এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণটি রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে দিয়ে ঘুমান এতে করে কালো রং দূর হবে
১১. লেবুর রস,মধু এবং গ্লিসারিন মিশিয়ে মিশ্রণটি রাতে ঠোঁটে দিয়ে রেখে দিন সকালে ধুয়ে ফেলুন
১২.রোজ যদি শসার রস লাগান তাহলেও ঠোঁটের কালো রং দূর হবে
১৩.সপ্তাহে একবার ৫/৬ ফোটা অলিভ তেলের সাথে এক চা চামুচ চিনি মিশান ভালো করে মিশানোর পরে মিশ্রণটি ঠোঁটে হালকা ভাবে ঘষুনএটি ঠোঁটের মরা চামড়া উঠবে এবং রক্ত সঞ্চালন বাড়বে যা ঠোঁটের রং ফিরিয়ে আনবে ধীরে ধীরে
Previous
Next Post »