প্রথম দিনেই ‘বাহুবলী’র আয় ৫০ কোটি



মুক্তির শুরুতেই বাজিমাত করেছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল মুভি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। মুক্তির প্রথম দিনেই ৫০ কোটি রুপির ব্যবসা করেছে মুভিটি। এর মধ্য দিয়ে বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে দিয়েছে ‘বাহুবলী’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন।
এর আগে আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়েটস’ মুভিটি মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি ব্যবসা করেছিল। তরণ আদর্শের অভিমত, চলতি সপ্তাহের ছুটির দিনেই মুভিটি ১০০ কোটির ব্যবসা করবে।
উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ মুভিতে অভিনয় করেছেন প্রভাষ, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠিসহ আরো অনেকে। মুভিটির প্রথম পার্ট গত ১০ জুলাই মুক্তি পেয়েছে।
Previous
Next Post »