বাংলাদেশে প্রথম সাইন্সফিক্সন মুভি পরবাসিনী মুক্তির পথে

তেজস্ক্রিয়তায় পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য হন্যে হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। এতে সাফল্য পায় বাংলাদেশ। এদেশের নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ এরিস-৩২। দূষিত পৃথিবী থেকে মানুষেরা এরিস-৩২গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নের্তৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটালাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের। এলিয়েনদের সঙ্গে মানুষের সংঘাত-সংঘর্ষের মধ্যেই পাখনা মেলে দেয় প্রেমের প্রজাপতি।

সম্প্রতি স্বপন আহমেদ এর পরিচালনায় মুক্তি পেতে চলেছে বাংলাদেশে প্রথম সাইন্সফিকশন মুভি পরবাসিনী ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশে অতি পরিচিত মুখ ইমন এবং ইমনের বিপরীতে আছেন অভিনেত্রী রিত মজুমদার । এছাড়াও আইটেম সং এ আছেন উরভসী   পরবাসিনী ছবিটি বাংলা চলচিত্র জগতে একটা নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে। ২০ অক্টোবর মুভিটির অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে ।
বিভাগঃ সাই-ফাই
পরিচালকঃ স্বপন আহমেদ
প্রযোজনাঃ রেগ এন্টারটেইনমেন্ট, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
পরিবেশকঃ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড

সম্প্রতি ইউটিউবে প্রকাশ করার হয়েছে ছবিটির কিছু অংশ । নিচের ভিডিও টি দেখুন ।

Previous
Next Post »